আমাদের একটা কথা প্রায় শুনতে হয় যে, তোমার ব্যক্তিত্ব নেই ! ব্যক্তিত্ববান হওয়ার উপায় গুলোই বা কি কি, আসলে ব্যক্তিত্ববান বলতে কি বুঝায়?
চলুন জেনে আসি ব্যক্তিত্ববান মানুষ হিশবে কিভাবে নিজেকে গড়ে তুলবো তার আদ্যোপান্ত । আমাদের প্রথম পর্বে আমরা বলেছি কিভাবে আপনি আপনার ভিতরের ব্যক্তিত্বকে কিভাবে জাগিয়ে তুলবেন সে বিষয়ে । প্রথম পর্বটি মিস করে থাকলে নিচের লিংকে ক্লিক করুন ।
ব্যক্তিত্ববান হওয়ার সহজ উপায় | চলুন জেনে আসি- পর্ব ১
আর আজ পর্ব-২ এ থাকছে অন্যের কাছে নিজের ব্যক্তিত্বকে কিভাবে সুন্দরভাবে তুলে ধরবেন সে বিষয়ে ।তাহলে আর দেরী কেনো, চলুন জানা যাক ।
১.প্রশ্ন করা এবং অন্যের প্রতি আগ্রহী হওয়াঃ
ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে এটি একটি সহজ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অভ্যাস । মানুষজন নিজেদেরকে নিয়ে কথা বলতে পছন্দ করে । আপনি যদি কৌতূহলী এবং দূরদৃষ্টিসম্পন্ন মানুষ হন, তবে কারো সাথে কথা বলে আপনি তার সম্পর্কে বেশ মজার অনেক কিছু জানতে পারবেন ।
যার সাথে আপনি কথা বলছেন, তার আগ্রহ যে বিষয়ে সবচেয়ে বেশি তা খুব ভালোভাবে জানার জন্য প্রশ্ন করতে থাকুন । দেখা যায়, বেশিরভাগ লোকই তাদের কাজ, পরিবার বা সন্তানদের নিয়ে কথা বলতে পছন্দ করেন ।
তারা কোন ব্যাপারে কৌশলী, খুঁজে বের করে ভালোভাবে কথোপকথন শেষ করুন ।
একটি উদাহরণ দেওয়া যেতে পারে ।
মনে করুন আপনি কারো পছন্দ সম্পর্কে জানতে চান । এজন্য তাকে অসংখ্য প্রশ্ন করার দরকার নেই । শুধু তার কথার সাথে তাল মিলিয়ে আপনার অভিজ্ঞতা থেকে প্রশ্ন করুন । হতে পারে আপনার পাহাড়ে বাইক চালানো খুব পছন্দের এবং লোকটিরও তাই । এক্ষেত্রে আপনি পাহাড়ে কতটা ভালো বাইক চালাতে পারেন সে বিষয়ে কথা না বলে লোকটির অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করতে পারেন ।
বেশিরভাগ লোকই তাদের কাজ, পরিবার বা সন্তানদের নিয়ে কথা বলতে পছন্দ করেন
২.নিজের আত্মবিশ্বাস দেখানঃ
আপনি যেমন নন নিজেকে তেমনভাবে প্রকাশ করার প্রয়োজন নেই । আত্নবিশ্বাস নিজের স্বরূপকে তুলে ধরে । আত্মবিশ্বাসী হওয়ার অর্থ হঠাৎ করেই আপনাকে এক্সট্রভার্ট বা অনেক বেশি কথা বলা স্বভাবের অধিকারী হতে হবে এমনটা নয় । নিজেকে নিজে বলুন, আপনি অসাধারণ একজন ।
ব্যক্তিত্ববান হওয়ার প্রথম শর্ত হচ্ছে আত্নবিশ্বাসের সাথে নিজের স্বরূপকে তুলে ধরা ।
আপনার যে ব্যক্তিত্ব তার প্রতি আত্মবিশ্বাসী থাকুন, তাতে অন্যরাই আপনার প্রতি আকৃষ্ট হবে । আপনাকে অন্য কিছু করতে হবে না, মানুষ তাকেই পছন্দ করে, যিনি ভেতরে বাইরে একজনই । যার মধ্যে কোন লুকোচুরি কিংবা শো আপ নেই । তাই নিজের ব্যক্তিত্বের ওপর পূর্ণ আস্থা রাখুন।
৩.হাসিখুশি ও চিন্তামুক্ত থাকুনঃ
অন্যের জীবনে কিছু আনন্দপূর্ণ মুহূর্ত এনে দেওয়ার জন্য তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে । অন্যের অবস্থান নিয়ে কখনো হাসিঠাট্টা করবেন না । সবকিছুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন ।
কোনো সমস্যার মুখোমুখি হলে সেটি নিয়ে দুশ্চিন্তায় না থেকে কিংবা সে বিষয়ে অভিযোগ না করে, অন্যদের সাথে হাসিখুশি থাকার চেষ্টা করুন । সবাই আপনার ব্যক্তিত্বের প্রশংসা করবে, আর এটিই হয়ত আপনাকে ভালো রাখতে সাহায্য করবে ।
৪.সহানুভূতি-সম্পন্ন হওয়াঃ
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ । আপনি যেমনই হোন না কেন,যদি আপনি অন্যের প্রতি সহানুভূতিপূর্ণ মনোভাব রাখেন, তবে শুধুমাত্র তারাই আপনাকে অপছন্দ করবে যারা আসলে আপনার প্রতি ঈর্ষান্বিত । অন্যের প্রতি কঠোর হওয়ার কিছু নেই ।
ব্যক্তিত্ববান হিশেবে নিজেকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে, নতুন সম্পর্কের ক্ষেত্রে মনের দরজা খোলা রাখা ।
কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তবে মনে করার চেষ্টা করুন আপনার কোন কাজটি তাকে এমন ব্যবহার করতে বাধ্য করেছে । হতে পারে তারা তাদের জীবনের কঠিন পরিস্থিতির মাঝে অবস্থান করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা খুবই ভালো মানুষ । অন্যের মাঝে ভালো দিক খোঁজ করার চেষ্টা করুন ।
আপনাকে বোকাসোকা হতে হবে এমনটা নয় । আপনি সংশয়পূর্ণ থাকতেই পারেন, কিন্তু এর অর্থ এই নয় যে, এজন্য আপনি অন্যের সাথে খারাপ ব্যবহার করবেন ।
৫.স্থির, শান্ত ও নিরুদ্বেগ থাকাঃ
সবসময় নিজেকে স্থির রাখুন । বিশেষ করে যেসব পরিস্থিতিতে অন্যেরা সহজে ঘাবড়ে যায়, সেসব ক্ষেত্রে যদি আপনি নিজেকে শান্ত রাখতে পারেন, তাহলে সবার কাছে আপনার মূল্যায়ন বেড়ে যাবে । যেটা যেভাবে ঘটে, তাকে সেভাবেই গ্রহণ করুন ।
খুব বেশি উত্তেজিত কিংবা একেবারে নিষ্ক্রিয় থাকা কোনটাই কাজের না । এই ব্যাপারটা আপনাকে সচেতনভাবেই নিয়ন্ত্রণ করতে হবে ।
অন্যের মাঝে ভালো দিক খোঁজ করার চেষ্টা করুন ।
আপনার এই নিয়ন্ত্রিত থাকার গুনটি সবার কাছে আপনার গুরুত্ব বাড়িয়ে দেবে । একটি উদাহরণ দেওয়া যাক, যদি কারো কোন সমস্যা হয়ে থাকে, তবে তাকে প্রফুল্ল এবং চিন্তামুক্ত রাখতে চেষ্টা করুন ।
৬.সম্পর্কের দরজা খোলা রাখুন:
কারো সম্পর্কে সহজেই কোনো সিদ্ধান্তে আসবেন না । যদি আপনার কাউকে পছন্দ নাও হয়, তবুও তাকে অন্তত একটি সুযোগ দিন । এমন সুযোগ নিশ্চয়ই আপনিও চান । তাই নয় কি? কারো কাছে ভাল ব্যবহার পেতে হলে, নিশ্চয়ই তার সাথে আপনাকেও ভাল ব্যবহার করা উচিত ।
যারা আপনার থেকে বেশি জনপ্রিয় কিংবা যাদের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন শুধুমাত্র তাদেরকেই বন্ধু বানাতে হবে এমনটা ভাবার কোন কারণ নেই । সবার সাথেই পরিচিত হওয়ার চেষ্টা করুন । সবসময় ভাল সম্পর্ক বজায় রাখুন যাদের সাথে থাকতে আপনার ভালো লাগে । আর অবশ্যই নতুন সম্পর্কের ক্ষেত্রে মনের দরজা খোলা রাখুন ।
ধন্যবাদ । এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য । এই লেখাটি ভাল লাগলে শেয়ার করুন । যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন মানুষ উপকৃত হতে পারে । কমেন্ট করে আপনার সমস্যার কথা জানান আমাদের । প্রস্তাব করতে পারেন আপনার প্রত্যাশা ।
আপনার মতামতের গুরুত্ব আমাদের কাছে অনেক । ভাল থাকুন । এগিয়ে চলুন নতুন উদোমে, জয় আপনার হবেই ।