আমাদের একটা কথা প্রায় শুনতে হয় যে, তোমার ব্যক্তিত্ব নেই ! ব্যক্তিত্ববান হওয়ার উপায় গুলোই বা কি কি, আসলে ব্যক্তিত্ববান বলতে কি বুঝায়?
চলুন জেনে আসি ব্যক্তিত্ববান মানুষ হিশবে কিভাবে নিজেকে গড়ে তুলবো তার আদ্যোপান্ত । আমাদের প্রথম পর্বটি আমরা সাজিয়েছি আপনার ভিতরের ব্যক্তিত্বকে কিভাবে জাগিয়ে তুলবেন সে বিষয়ে । তাহলে আর দেরী কেনো, চলুন জানা যাক ।
ব্যক্তিত্ববান হওয়ার উপায়ঃ
ভাল ব্যক্তিত্বের অধিকারী হওয়ার মানে অন্যদের অনুসরণ করা নয় । এর অর্থ আপনার মাঝে যে ভালো দিকটি আছে, সেটি খুঁজে বের করা এবং তা সবার কাছে তুলে ধরা । নিজেকে সংশোধন করার জন্য মানুষের সবসময় সুযোগ থাকে ।
কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট আছেন কিনা । কাউকে দেখে আপনি ভাবেন, ভাল ব্যক্তিত্বসম্পন্ন মানুষ তিনি, এর কারণ কিন্তু লোকটি ব্যক্তিত্বের চর্চা করছে এমন না, এর আসল কারণ লোকটি সৎ ও অমায়িক ।
আপনার মাঝে যে ভালো দিকটি আছে, সেটি খুঁজে বের করুন ।
আপনিও কি নিজেকে ভাল ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চান ? যদি এমন কিছু সত্যি চেয়ে থাকেন, তাহলে আপনার জন্যই আমাদের আজকের আয়োজনটি ।
এখানে পুরো প্রক্রিয়াটিকে দুইটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে । প্রথমটি একান্ত নিজের ভেতরের উন্নয়ন, আর দ্বিতীয়টি মানুষের সাথে আপনার প্রকাশভঙ্গী । দুই পর্ব একসাথে করতে গেলে কনটেন্টটি এবং সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য বানানো ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে বলে, ছোট ছোট দুটি পর্বে এই দুই অংশকে তুলে ধরা হয়েছে । প্রথম পর্বের ভিডিওটি এই লেখার নিচেই পাবেন ।
নিজের ব্যক্তিত্বকে ভেতর থেকে জাগিয়ে তোলার উপায় ।
১.নিজের কাছে সৎ থাকাঃ
বিব্রতকর পরিস্থিতিগুলো সবসময়ই অপ্রীতিকর । আপনি যা নন তা হওয়ার চেষ্টা করবেন না । নতুন কারো সাথে পরিচিত হওয়ার সময় যদি তাদের সাথে আপনার কোনো বিষয়ে মিল না থাকে, তবে ঘাবড়ানোর কিছু নেই । তাদের সাথে হালকা কথাবার্তা চালিয়ে যান এবং বন্ধুসুলভভাবে প্রশ্ন করুন ।
ধরে নিন,আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন এবং সেখানে নতুন কিছু বন্ধু বানাতে চান । কিন্তু কোনো একজনের সাথে কথা বলতে আপনার বিরক্ত লাগছে । সেক্ষেত্রে কোনরকম অভিনয় না করে, বিনয়ের সাথে আলাপচারীতা শেষ করুন ।
প্রতিদিন কিছু না কিছু অন্তত পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন ।
২.আনন্দে থাকাঃ
সবসময় ভালো কিছুর খোঁজ করুন, ইতিবাচক ধারণা রাখুন এবং হাসিখুশি থাকুন । একজন সুখী মানুষকে কেউ বাঁধা দিতে পারে না । এর অর্থ এই নয় যে, আপনাকে নিজের সাথে প্রতারণা করতে হবে বা নিজের অনুভুতিগুলো ধামাচাপা দিতে হবে ।
কোনো কিছু আপনার বিরক্তির কারণ হওয়া সত্ত্বেও হাসিখুশি ভাব ধরে রাখতে হবে এমনটা নয় । সবকিছুর ভালো দিক খুঁজে বের করুন এবং তা নিয়ে আনন্দে থাকুন ।
৩.জনপ্রিয় হওয়ার চেষ্টা না করাঃ
অন্যদের কাছে জনপ্রিয় হওয়া যদি আপনার মূল লক্ষ্য হয়ে থাকে, তবে আপনি আপনার আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছেন । তাই নয় কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন একটি নির্ভরতার ফ্রেন্ড সার্কেল তৈরি করুন, আপনি যাদের প্রতি আন্তরিক এবং যারা আপনার প্রতি অমায়িক ।
এমন কিছুর পেছনে ছুটবেন না যে, আপনার অসংখ্য বন্ধু থাকতে হবে ভেবে শুধু সংখ্যায় বন্ধু বাড়াচ্ছেন । যাদের সঙ্গ আপনার ভাল লাগে শুধু তাদেরকে সাথে থাকুন । যদি সেটা সংখ্যায় প্রচুর হয় তাহলে ভাল, সংখ্যায় মাত্র তিনজন হলেও চলবে ।
৪.নিজের আগ্রহ বাড়ানোঃ
যেকোনো বিষয়ে কথা বলার আগ্রহ থাকাটা ভালো ব্যক্তিত্বের অন্যতম একটি প্রধান গুণ । এর মানে এমন না যে, কোন একটি দুর্বোধ্য বিষয়ে শুধুমাত্র আপনার আগ্রহ আছে বলেই সেটা শিখে ফেলতে হবে । আবার আপনি যদি খুব সহজে ও মজার করে কোন কিছু অন্যদেরকে বোঝাতে বা শেখাতে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কি পছন্দ করেন, কি করেন না, সেটাও ব্যাপার না ।
তাই প্রতিদিন কিছু না কিছু অন্তত পড়ুন । বিনোদনমূলক কিছু দেখুন এবং নতুন নতুন শখ তৈরীর মাধ্যমে নিজের অভিজ্ঞতা বাড়ান ।
৫.যেকোনো বিষয়ে মতামত দেওয়াঃ
এটাও আগের পয়েন্টে যেটা উল্লেখ করেছি, ঠিক আগ্রহ বাড়ানোর মতই ব্যাপার । আপনি যখন অন্যের সাথে কোন একটি বিষয়ে কথা বলতে যাবেন, খুব স্বাভাবিকভাবেই আপনি চাইবেন, সেই বিষয়টিতে আপনার ধারণা থাকুক ।
রাজনীতি, খেলাধুলা,বিনোদন অথবা অন্য যেকোনো ব্যাপারে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করুন ।
কথা বলতে গিয়ে নিজের মতামত প্রকাশ করুন । কারো কথার সাথে সমর্থন অথবা দ্বিমত প্রকাশ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। নম্র ভাষায় নিজের যুক্তি উপস্থাপন করুন । যারা নিজের মত প্রকাশ করতে সক্ষম, এমন ব্যক্তিত্বকে মানুষজন সমীহ করে ।
ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য । পরের পর্ব প্রকাশিত হবে খুব শীঘ্রই । সে পর্যন্ত ভাল থাকুন ।
নিচে আমাদের ভিডিওটি ভাল লাগলে শেয়ার করুন । যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন মানুষ উপকৃত হতে পারে । আপনি চাইলে আপনার মতামতও জানাতে পারেন । আপনার মতামতের গুরুত্ব আমাদের কাছে অনেক । এগিয়ে যান নতুন উদোমে, জয় আপনার হবেই ।