ডোনাল্ট ট্রাম্পের সফলতা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প

ডোনাল্ট ট্রাম্পের সফলতার সেরা ১০টি কৌশল

২০১৬ সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ট ট্রাম্পের ঐতিহাসিক বিজয় হয় । নিউইয়র্কে জন্ম এবং বেড়ে ওঠা ট্রাম্প নিজেকে একজন আমারিকান সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, এবং সফল টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেন ।

ব্যবসার জগত থেকে ট্রাম্প নানান চরাই উৎরাই পার করে এসে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন ।

কখনো কখনো একটি যুদ্ধে হেরে গিয়ে তুমি জেতার নতুন রাস্তা খুঁজে পাবে

জীবন নিয়ে রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি । যদিও বিভিন্ন সময়ে নানান বিতর্কিত মন্তব্য ও বিতর্কিত আচরণের জন্য তিনি প্রচুর সমালোচিত । তবুও তিনি বিশ্বকে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এসব কিছুই তার সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি ।

পাই ফিঙ্গার্স মোটিভেশন থেকে আজকের পর্বে থাকছে সফলতার জন্য ডোনাল্ট ট্রাম্পের সেরা ১০ টি নিয়মঃ

১. বড় স্বপ্ন দেখো

স্বপ্ন যদি দেখোই, বড় স্বপ্ন দেখো ।

২. প্রতিরোধ করো

কেউ যদি তোমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, সেটা গ্রহণ করো। আর চ্যালেঞ্জ মানেই তোমাকে কঠোর ও নির্দয় হতে হবে ।

আমি সবসময় অতীত থেকে শেখার চেষ্টা করেছি, কিন্তু আমি বর্তমানকে সামনে রেখে ভবিষ্যৎ নিয়েই পরিকল্পনা করেছি । এবং এখানেই প্রকৃত আনন্দটা ।

৩. জয়

জয়- একজন বিজয়ী ও একজন হেরে যাওয়া মানুষের মধ্যে এমনভাবে পার্থক্য তৈরি করে দেয় যে, এরপর থেকে তারা একে অন্যের সামনে ঠিক যেন একটি নতুন রুপে আবির্ভাব হয় ।

৪.অতীত থেকে শেখো

আমি সবসময় অতীত থেকে শেখার চেষ্টা করেছি, কিন্তু আমি বর্তমানকে সামনে রেখে ভবিষ্যৎ নিয়েই পরিকল্পনা করেছি । এবং এখানেই প্রকৃত আনন্দটা ।

কিভাবে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কনফিউশন ছাড়াই নিবেন ? 

৫.টাকা-পয়সা

টাকা আমার কাছে কখনোই সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল না । প্রকৃত উত্তেজনা ছিল খেলায় ।

৬.বিনিয়োগ

কখনো কখনো তোমার সবচেয়ে বড় বিনিয়োগ হবে সেটাই, যেটা তুমি করো না ।

৭. আবেগ

আবেগ ছাড়া শক্তি পাবে না । শক্তি ছাড়া তুমি কিছুই না ।

কখনো কখনো একটি যুদ্ধে হেরে গিয়ে তুমি জেতার নতুন রাস্তা খুঁজে পাবে । 

৮. সম্পূর্ণ করা

সবশেষে, তুমি কি করেছো সেটাই তোমাকে মূল্যায়ন করবে- তুমি কতোটা করেছো সেটা না ।

৯. জয়ী হওয়া

আমি সারাজীবন জিতেছি । কখনো হারিনি । বলতে পারি, আমি হারবো না ।

১০. হেরে যাওয়া

কখনো কখনো একটি যুদ্ধে হেরে গিয়ে তুমি জেতার নতুন রাস্তা খুঁজে পাবে ।

https://www.youtube.com/watch?v=McuGvCKxBo8

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *