মানুষ অভ্যাসের দাস । সফল হতে হলে যেমন দরকার কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের তেমনি দরকার ভালো কিছুর অভ্যেস গড়ে তোলা । আসুন আজ জেনে নিই সফল মানুষ হতে গেলে যে ১০ টি অভ্যাস গড়ে তোলা অবশ্যক ।
১. ভুল থেকে শিক্ষা নেয়া:
মানুষের একটি জৈবিক বৈশিষ্ট্যই হলো ভুল করা। কিন্তু সফল মানুষের একটি ভালো অভ্যাস হলো ভুল থেকে শিক্ষা নেয়া।
আর একবার কোনো ভুল হয়ে গেলে, তা যেন আবার না হয়, তার প্রতি সজাগ থাকা।
সুচিন্তিত ঝুঁকি গ্রহণের মাধ্যমে সাফল্য আসে জীবনে।
২. মুক্তচিন্তা:
সফল মানুষরা সব সময় নিজের মুক্তধারা চিন্তাগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন। কুসংস্কার বা বদ্ধমূল ধারণার দাস হয়ে থাকেন না তারা।
ডোনাল্ট ট্রাম্পের সফলতার সেরা ১০ টি কৌশল
৩. ঝুঁকি নেয়ার মানসিকতা:
ব্যর্থ মানুষরা নিজেদেও ব্যর্থতার গণ্ডি থেকে বেরিয়ে আসতে ভয় পায়। কিন্তু সফল ব্যক্তিমাত্রই সাহসী। তারা জীবনকে উপভোগ করেন ঝুঁকি নিয়ে।
সুচিন্তিত ঝুঁকি গ্রহণের মাধ্যমে সাফল্য আসে তাদের জীবনে।
৪. কারণ অনুসন্ধান:
মানুষের সাফল্য বা ব্যর্থতার কারণ অনুসন্ধান করেন সফল মানুষরা। তা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন গড়েন তারা।
তারাই সাফল্য পায়, যারা নতুন কিছু করার আকুলতা ভিতরে অনুভব করে ।
৫. কৌতুহলী:
কৌতুহল থেকেই মানুষের জানার পথ উন্মুক্ত হয়। আমাদের আশেপাশে ঘটে যাওয়া নানান ঘটনায় কৌতুহল থাকলে বাস্তবধর্মী অনেক কিছুই শেখা যায়। কৌতুহলী মন মানুষকে চাঙ্গা রাখে।
৬. নতুন কিছু শেখার প্রবণতা:
নতুন কিছু সেখার আকুলতা পৃথিবীর খুব কম মানুষেরই থাকে। কিন্তু তারাই সাফল্যের দেখা পায়, যারা সব সময় নতুন কিছুর জন্য মনের দরজা উন্মুক্ত রাখতে জানে।
সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমই সৌভাগ্যের মূলমন্ত্র।
৭. দৈনিক কাজের তালিকা:
সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্য দৈনিক কাজের তালিকা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এতে অন্য মানুষদের কাছেও আপনি হয়ে উঠবেন জনপ্রিয়।
সফলতার কোনো শর্টকার্ট উপায় নেই !
৮. পরিশ্রমী:
সফলতার মূল চাবিকাঠিই কিন্তু পরিশ্রম। শর্টকাট উপায়ে যারা সফল হতে চান, তাদের ভবিষ্যত কিন্তু ভালো হয় না। সততা, নিষ্ঠার ও কঠোর পরিশ্রমই সৌভাগ্যের মূল মন্ত্র।
৯. মূল্যায়ন:
সফল ব্যক্তিরা নিজ ও অপরকে মূল্যায়ন করতে জানেন। তারা সৎগুণাবলীর পূঁজারি। তাদের অধীনস্ত বা সংশ্লিষ্ট ব্যক্তির সুনাম করতে তারা কুণ্ঠা বোধ করেন না।
আবার তাদের কাছাকাছি মানুষের দোষত্রুটি থাকলে সেগুলো তাদের চোখের সামনে তুলে ধরতেও তারা দ্বিধাবোধ করেন না।
কিভাবে জীবনের কঠিন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিবেন ?
১০. চারিত্রিক গুণাবলী:
সৎ চরিত্র মূলত কঠোর অনুশীলনের ফল। নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখার মাধ্যমে আত্ম-উন্নয়ন সম্ভব।
আপনি যে পেশাতেই নিয়োজিত হোন না কেন, এই ১০টি সু-অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনিও হতে পারেন সফল ব্যক্তিদের একজন।
Leave a Reply